Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (PDO) কোর্সে ভর্তি চলিতেছে।
বিস্তারিত

বিদেশ গমনেচ্ছু এবং বিদেশগামী অভিবাসী কর্মীদের সেবা সহজিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে গত বুধবার (১৯ অক্টোবর, ২০২২) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে ৩ দিনের প্রাক-বহির্গমন ওরিয়েন্টেশন (পিডিও) কোর্স উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান, পিপিএম (বার) এবং কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। সভাপতি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক দেবব্রত ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, প্রবাসী কর্মীদের কষ্টার্জিত অর্জিত অর্থের অপব্যাবহার না করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বিলেন, বেশী টাকা খরচ করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং টাকা সঞ্চয়ের মধ্যেই কৃতিত্ব এবং সুন্দর ভবিষ্যৎ নিহিত রয়েছে, এ ছাড়াও তিনি কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব এবং এর সুফল সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ আব্দুল মান্নান আন্তর্জাতিক জঙ্গিবাদের ধারণা, কারণ, প্রভাব ও প্রতিরোধ, দুর্নীতির ধারণা, কারণ, প্রভাব ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও তিনি বিদেশগমনের সময় বাংলাদেশী যাত্রীদের বিমানের অভ্যন্তরে আচার ব্যবহার নিয়ম নীতি ও অনান্য দেশের মানুষের সাথে আচার আচরণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন, কারন বিদেশে কর্মরত বাংলাদেশীদের আচরণের সাথে বাংলাদেশের সম্মান জড়িত রয়েছে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
23/10/2022
আর্কাইভ তারিখ
31/10/2030