গতকাল (শনিবার) সারাদিন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এ প্রচারণা চালান। মহামারী করোনাভাইরাস মোকাবেলায় কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এ সময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
কুমিল্লা সিটি করপোরেশন, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থান, বাজার ও গ্রামে মাইকিং, সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়।
এ সময় জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলা হয় । এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়।
বিদেশ ফেরত প্রবাসীদের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় তারা যেন পরিবার থেকে আলাদাভাবে অন্তত ১৪ দিন কোয়রেন্টিনে থাকেন।
এ বিষয়ে দেবব্রত ঘোষ প্রেসবিডি৭১.কমকে বলেন, কুমিল্লা একটি প্রবাসী অধ্যুষিত জেলা। এখানে অনেক প্রবাসী বিদেশ থেকে ফেরত এসেছেন। তাই সবাই যেন সরকারেরর নির্দশনা মেনে চলেন তা অবহিত করতে আমরা কুমিল্লার বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছি। এ সময় সচেতনতামুলক লিফলেট ও মাস্ত বিতরণ করা হয়। তার এই প্রচারণা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
গত কয়েকদিন ধরে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রেখেছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এ সময় করোনা প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে মাংইকিং এর পাশাপাশি সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হচ্ছে।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের পক্ষ থেকে কুমিল্লা সদর, লাকসাম এবং বরুড়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে মাইকিং, সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।
প্রচারণায় জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যবলা হয় । এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়। বিদেশ ফেরত প্রবাসীদের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় তারা যেন পরিবার থেকে আলাদাভাবে অন্তত ১৪ দিন কোয়রেন্টিনে থাকেন। দেশের বাইরে থেকে তথ্য সহায়তা পেতে প্রবাস বন্ধু কল সেন্টারের নম্বর সমূহে (+৮৮০১৭৮৪৩৩৩৩৩৩, +৮৮০১৭৯৪৩৩৩৩৩৩, +৮৮০২-৯৩৩৪৮) ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।
গতকাল (শুক্রবার) জেলার নাংগলকোট, লাকসাম এবং লালমাই উপজেলার প্রত্যন্ত গ্রামে প্রচারণা চালিয়েছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। এ সময় তার সঙ্গে ছিলেন জনশক্তি জরিপ অফিসার মোঃ ফজলুর রহমান।
শুক্রবার জেলার লালমাই উপজেলার বাগমারা বাজার, ভূশ্চি বাজার, গৈয়ারভাংগা বাজার, বাংলা বাজার, নাংগলকোট উপজেলার বাংগড্ডা বাজার এবং লাকসাম উপজেলার যুক্তিখোলা বাজারসহ পার্শ্ববর্তী গ্রামে মাইকিং করা হয়। এ সময় জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেট এবং প্রায় সাড়ে এগারশ মাস্ক বিতরণ করা হয়। করোনা থেকে বাঁচতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
নিজে সুস্থ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন এ কথা জানিয়ে জরুরি স্বাস্থ্যসেবা পেতে ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে কল করতে বলা হচ্ছে।
এ সময় জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলা হয় । এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়। বিদেশ ফেরত প্রবাসীদের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় তারা যেন পরিবার থেকে আলাদাভাবে অন্তত ১৪ দিন কোয়রেন্টিনে থাকেন।
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৯:৫৪ ১৮ এপ্রিল ২০২০
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লার নাংগলকোট, লাকসাম এবং লালমাই উপজেলার প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। এ সময় করোনা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
লালমাই উপজেলার বাগমারা বাজার, ভূশ্চি বাজার, গৈয়ারভাংগা বাজার, বাংলা বাজার, নাংগলকোট উপজেলার বাংগড্ডা বাজার এবং লাকসাম উপজেলার যুক্তিখোলা বাজারসহ পার্শ্ববর্তী গ্রামে মাইকিং করা হয়। এ সময় জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি প্রায় এক হাজার মাস্ক বিতরণ করা হয়।
প্রচারণায় ঘোষনা দেয়া হয়, করোনা ভাইরাস পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা দিয়েছেন। সংক্রমণ প্রতিরোধে নির্দেশনাবলী মেনে চলুন। নিজে সুস্থ থাকুন, অন্যকে নিরাপদে রাখুন। জরুরি স্বাস্থ্যসেবা পেতে ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে কল করুন।
মহামারীকরোনা ভাইরাস মোকাবেলায় বিরামহীনভাবে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
আজ (রবিবার) কুমিল্লার দাউদকান্দি, তিতাস ও হোমনা উপজেলারগৌরীপুর বাজার, জিয়ারকান্দি বাজার, কড়িকান্দি বাজার, বড় গাজীপুর বাজার, বাতাকান্দি বাজার, পঞ্চবটি বাজার, মাথাভাঙা বাজারসহ নানা স্থানে প্রচারণা চালান কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ। এ সময় তার সঙ্গে ছিলেন জনশক্তি জরিপ অফিসার মোঃ ফজলুর রহমানও তাজুল ইসলাম।
এ সময় জনসাধারনের মাঝে সচেতনতামূলক লিফলেটএবং প্রায় নয়শ মাস্ক বিতরণ করা হয়। করোনা থেকে বাঁচতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানোহচ্ছে।
প্রচারণায় বলা হচ্ছে- কোন কারণে চিকিৎসা সেবার প্রয়োজন হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেতে অথবা জরুরি স্বাস্থ্যসেবা পেতে ৩৩৩ অথবা ১৬২৬৩ নম্বরে কলকরুন।
কারো মধ্যে করোনার লক্ষন দেখা দিলে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনা ভাইরাস। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে কয়েক হাজার মানুষ। বাংলাদেশেও নানা প্রান্তে শনাক্ত হচ্ছে এ ভাইরাস। এ ভাইরাস মোকাবেলায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে। সরকারের আহবানে সাড়া দিয়ে এগিয়ে এসেছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস। করোনার বিস্তার রোধে প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক দেবব্রত ঘোষ টানা এগার দিন ধরে কুমিল্লার বিভিন্ন উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনসচেতনতামূলক ব্যাপক প্রচারণা চালিয়েছেন।
এ সময় জনশক্তি জরিপ অফিসার মোঃ তাজুল ইসলাম, মোঃ মারুফ আলম ভূঁইয়া, মোঃ ফজলুর রহমান এবং অভিবাসী তথ্য কেন্দ্র, কুমিল্লার কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন ও মোঃ ফাহিম ফেরদৌস তার সঙ্গে থেকে প্রচার কাজে সহায়তা করেছেন ।
প্রবাসীদের নিয়ে কাজ করা এ প্রতিষ্ঠানটি কুমিল্লার ১৭টি উপজেলার (আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাংগলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, তিতাস, দাউদকান্দি, হোমনা, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও লালমাই) বিভিন্ন হাট-বাজারসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণা চালায়। গত ১১ থেকে ২১ এপ্রিল পর্যন্ত এ প্রচারণঅ চালানো হয়। প্রতি উপজেলার অন্তত ৭টি হাট-বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কোভিড-১৯ তথা করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে মাইকিং করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়। এর পাশাপাশি এ ভাইরাসের উপসর্গ ও প্রতিকার সম্পর্কিত তথ্যসমৃদ্ধ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় প্রতিদিন প্রায় এক হাজার করে মাস্ক বিতরণ করা হয়।
প্রচারণায় জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলা হয় । বলা হয়, নিজে সুস্থ থাকতে ও অপরকে নিরাপদ রখেতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না, যদি জরুরি প্রয়োজনে বের হতেই হয়, তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন, সবাইকে নিরাপদে রাখুন।
এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়। তাছাড়াও যেকোন জরুরি প্রয়োজনে ন্যাশনাল কল সেন্টার ৩৩৩, ন্যাশনাল হেল্পলাইন ১০৯, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং বিশেষজ্ঞ হেলথ লাইন-০৯৬১১৬ ৭৭৭৭৭ নাম্বারসমূহে যোগাযোগ করারা অনুরোধ করা হয়।
এ বিষয়ে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ প্রেসবিডি৭১.কম কে বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আহরণে শীর্ষে থাকা কুমিল্লা জেলায় সম্প্রতি অনেক মানুষ বিদেশ থেকে ফেরত এসেছেন। তাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করে, তারা সবাই যেন সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলেন তা অবহিত করতে আমরা কুমিল্লার বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই প্রচারণা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে তিনি জানান । এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সমগ্র বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণাসহ নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয় কর্তৃক উপাসনা/প্রার্থনা সম্পর্কিত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বারংবার অনুরোধ করা হয়।
দেবব্রত ঘোষ আরো জানান, বিদেশ ফেরত প্রবাসীদের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় তারা যেন পরিবার থেকে আলাদাভাবে অন্তত ১৪ দিন কোয়রেন্টিনে থাকেন। দেশের বাইরে থেকে তথ্য সহায়তা পেতে প্রবাস বন্ধু কল সেন্টারের নম্বর সমূহে (+৮৮০১৭৮৪৩৩৩৩৩৩, +৮৮০১৭৯৪৩৩৩৩৩৩, +৮৮০২-৯৩৩৪৮) যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়।
বিতরণকৃত লিফলেটে যেসব তথ্য দেওয়া হয়ঃ
রোগ সম্পর্কিত তথ্য
করোনা ভাইরাস (কোভিড-১৯) একটি নতুন রোগ; যা আপনার ফুসফুস এবং শ্বাসনালীর ক্ষতি করতে সক্ষম। এ রোগের সংক্রমণের সাধারণ লক্ষণগুলো হলো- শ্বাসযন্ত্রের রোগের লক্ষণের ন্যায় শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর, কাশি এবং সহজে হাঁপিয়ে যাওয়া। রোগের সংক্রমণের মাত্রা বেশি হলে নিউমোনিয়া, সিভিয়ার একিউট রেসিপিটরি সিন্ড্রোম, কিডনীর কাজ করা বন্ধ হয়ে যাওয়া এমনকি মৃত্যু ঘটাতে পারে।
এ রোগের সংক্রমণ এড়াতে নিয়মিত সাবান/এলকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা, হাঁচি বা কাশির সময় নাক ও মুখ ঢেকে ফেলা, ডিম ও মাংস অধিক সময় ধরে সিদ্ধ করে রান্না করা এবং শ্বাসযন্ত্রের রোগের লক্ষণ যেমন- হাঁচি কাশি আছে; এমন ব্যক্তির সংস্পর্শে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ।
কিভাবে করোনা ভাইরাস ছড়ায়
করোনা আক্রান্ত একজন মানুষ সক্রিয়ভাবে এই রোগ অন্যের মাঝে ছড়ায়। এজন্য বিশেষজ্ঞরা নির্দেশ দিয়ে থাকেন অসুস্থ রোগীকে সুস্থ মানুষের সংস্পর্শ থেকে সম্পূর্ণ আলাদা করে রাখতে, যেন হাসপাতাল অথবা বাড়িতে রাখা হয় যতক্ষণ পর্যন্ত না তারা সুস্থ হয় এবং অন্যের মাঝে এই ভাইরাস ছড়িয়ে দেওয়ার আশঙ্কামুক্ত না হয়।
কোভিড-১৯ এর লক্ষণ/ উপসর্গ কি কি?
কোভিড-১৯ এর লক্ষণ/ উপসর্গ বুঝতে হলে সাধারণত জ্বর, ক্লান্তিময় ভাব এবং শুকনা কাঁশি হয় । কিছু রোগীর মধ্যে গায়ে ব্যথা, শ্বাসনালী সংক্রমন, সর্দি, গলা ব্যথা, ডায়ারিয়াও দেখা দিতে পারে। এই উপসর্গগুলো শুরুতে হালকা ভাবে শুরু হয়ে পরবর্তীতে ধীরে ধীরে আরো বাড়তে থাকে। এমনও দেখা যায় যে সংক্রমিত হওয়ার ২ থেকে ১৪ দিন পরেও এই উপসর্গগুলো দেখা দিতে পারে।
জ্বর
তিব্র জ্বর – বুকে ও পিঠে স্পর্শ করলেই গরমভাব টের পাওয়া যাবে (থার্মমিটার দিয়ে মাপতে হবে না)। ২ থেকে ১০ দিনের মধ্য এই জ্বর জ্বর বোধ হওয়াই স্বাভাবিক। জ্বর জ্বর বোধ হওয়া কোভিড-১৯ এর বিভিন্ন উপসর্গের একটি।
কাশি
সারাক্ষণ কাশি – এক ঘন্টার বেশি সময় ধরে অনেকবার কাঁশি হতে থাকা, এমনকি সারাদিন-রাত ধরে কাশতেই থাকা। এমন যদি হয় কারো; আগে থেকেই কাশি থাকে- তাহলে সেই কাশির মাত্রা আরো খারাপ ভাবে বেড়ে যাওয়া।
শ্বাসকষ্ট
শ্বাস নিতে কষ্টবোধ হওয়া – কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এমন ৬ জনের মধ্যে এক জন খুব তাড়াতাড়ি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্টে ভোগেন।
নিজ বাসায় থাকুন এবং ডাক্তারের সাহায্য নিন। উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আপনি যদি মনে করেন, আপনি কোভিড -১৯ রোগে আক্রান্ত এবং আপনার জ্বর জ্বর অনুভব হচ্ছে, কাঁশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য দ্রুত স্বাস্থ্যকর্মীকে ফোন করুন।
কিভাবে নিজের সুরক্ষা নিশ্চিত করবেন?
প্রতিরোধ ও পরামর্শ
এখন পর্যন্ত এমন কোন ভ্যাকসিন আবিষ্কার করা সম্ভব হয়নি যা দিয়ে করোনা ভাইরাস রোগ প্রতিরোধ করা সম্ভব । এই অসুস্থতা থেকে বাঁচার সবচেয়ে ভালো উপায় হল এই ভাইরাসের দ্বারা আক্রান্ত না হওয়া । আমাদের সকলের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্থানীয় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত কোভিড-১৯ প্রাদুর্ভাবের সাম্প্রতিক তথ্য সম্পর্কে অবগত থাকা।
একুশে টেলিভিশন
প্রকাশিত : ২২:৫২ ২৪ এপ্রিল ২০২০ | আপডেট: ২৩:২৪ ২৪ এপ্রিল ২০২০
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে কুমিল্লায় ১৪ দিন ব্যাপী প্রচারণা
করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে ১৪ দিনের প্রচারণা নেমেছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়। জেলার ১৭টি উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে চলতি মাসের ১১ তারিখ থেকে ১৪ দিনের প্রচারণা চালানো হয়। প্রতি উপজেলার অন্তত ৭টি হাট-বাজারে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় কোভিড-১৯ তথা করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণকে তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে মাইকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়। এর পাশাপাশি কোভিড-১৯-এর উপসর্গ এবং প্রতিকার সম্পর্কিত তথ্যসমৃদ্ধ সচেতনতামূলক লিফলেটও মাস্ক বিতরণ করা হয়। প্রতিদিন আনুমানিক ১০০০ জনের মধ্যে এগুলো বিতরণ করা হয়।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ এ প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে থেকে প্রচারণায় সহায়তা করছেন জনশক্তি জরিপ অফিসার মো. তাজুল ইসলাম, মো. মারুফ আলম ভূঁইয়া, মো. ফজলুর রহমান এবং অভিবাসী তথ্য কেন্দ্র, কুমিল্লার কাউন্সেলর মো. ইকবাল হোসেন ও মো. ফাহিম ফেরদৌস।
দেবব্রত ঘোষ বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আহরণে শীর্ষে থাকা কুমিল্লা জেলায় সম্প্রতি অনেক মানুষ বিদেশ থেকে প্রত্যাগত হয়েছেন। তাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করে তারা সবাই যেন সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলেন তা অবহিত করতে আমরা কুমিল্লার বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে প্রচারণা চালিয়ে যাচ্ছি। এই প্রচারণা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।
প্রচারণায় জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলা হয় । ঘোষণায় বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না, যদি জরুরি প্রয়োজনে বের হতে হয় তাহলে অবশ্যিই মুখে মাস্ক পরিধান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।
এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ওগবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে(১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়। এছাড়াও যে কোন জরুরি প্রয়োজনে ন্যাশনাল কল সেন্টার ৩৩৩, ন্যাশনালহেল্পলাইন ১০৯, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬ ৭৭৭৭৭ নাম্বারসমূহে যোগাযোগ করারা জন্য বলা হয়।
প্রাণঘাতি করোনভাইরাস (কোভিড-১৯) সৃষ্ট পরিস্থিতিতে সাধারন মানুষজনকে সচেতন করতে টানা ১৫ দিন বিরামহীন প্রচারণা চালিয়েছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
প্রতিষ্ঠানটির জেলা কর্মকর্তা সহকারী পরিচালক দেবব্রত ঘোষ কুমিল্লার বিভিন্ন উপজেলার হাট-বাজার ও গ্রামে এ প্রচারণা চালিয়েছেন।
এ প্রচারণায় সহায়তা করছেন জনশক্তি জরিপ অফিসার মোঃ তাজুল ইসলাম, মোঃ মারুফ আলম ভূঁইয়া, মোঃ ফজলুর রহমান এবং অভিবাসী তথ্য কেন্দ্র, কুমিল্লার কাউন্সেলর মোঃ ইকবাল হোসেন ও মোঃ ফাহিম ফেরদৌস।
গত ১১ এপ্রিল থেকে শুরু হয়ে ২৫ এপ্রিল শেষ হয় এই প্রচারণা। টানা ১৫দিন কুমিল্লার আদর্শ সদর, কুমিল্লা সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লাকসাম, বরুড়া, নাংগলকোট, মনোহরগঞ্জ, চান্দিনা, তিতাস, দাউদকান্দি, হোমনা, মেঘনা, মুরাদনগর, দেবিদ্বার, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও লালমাই এই ১৭ টি উপজেলার বিভিন্ন হাট-বাজারসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারন মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি উপজেলার অন্তত ৭টি হাট-বাজারে প্রচারণা চালানো হয়। এ সময় কোভিড-১৯ তথা করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে মাইকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রচার করা হয়। এর পাশাপাশি কোভিড-১৯-এর উপসর্গ এবং প্রতিকার সম্পর্কিত তথ্যসমৃদ্ধ সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। প্রচারণায় প্রায় ২০ হাজার লিফলেট ও ১২ হাজার মাস্ত বিতরণ করা হয়।
অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখতে বলার পাশাপাশি জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য বলা হয়েছে। একান্ত প্রয়োজনে বের হওয়ার প্রয়োজন হলে মুখে মাস্ক পরিধান করে বাড়ীর বাইরে যাওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ওগবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়। যে কোন জরুরি প্রয়োজনে ন্যাশনাল কল সেন্টার ৩৩৩, ন্যাশনাল হেল্পলাইন ১০৯, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং বিশেষজ্ঞ হেলথ লাইন ০৯৬১১৬ ৭৭৭৭৭ নম্বরসমূহে যোগাযোগ করারা জন্য বলা হয়েছে।
কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ প্রেসবিডি৭১ডটকম কে বলেন, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আহরণে শীর্ষে থাকা কুমিল্লা জেলায় সম্প্রতি অনেক মানুষ বিদেশ থেকে প্রত্যাগত হয়েছেন। তাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করে তারা সবাই যেন সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলেন তা অবহিত করতে আমরা কুমিল্লার বিভিন্ন উপজেলার গ্রামগঞ্জে প্রচারণা চালিয়েছি। এই প্রচারণা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলে তিনি জানান । এ সময় করোনা পরিস্থিতি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সমগ্র বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণাসহ নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয় কর্তৃক উপাসনা/প্রার্থনা সম্পর্কিত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বারংবার অনুরোধ করা হয়।
মহামারী করোনা ভাইরাসের বিস্তার রোধে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে প্রচারণা চালিয়েছে কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
শনিবার (২ মে) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষ সকাল ৯ টা থেকে থেকে দুপুর ২ টা পর্যন্ত এ প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে ছিলেন জনশক্তি জরিপ অফিসার মোঃ ফজলুর রহমান । অভিবাসী তথ্য কেন্দ্র (এমআরসি), কুমিল্লা প্রচারণায় সহযোগিতা করেন।
জনগনকে করোনা থেকে সচেতন করতে উপজেলার শাহপুর সড়ক বাজার, আড়াইবাড়ী বাজার, কসবা সদর, মজলিশপুর বাজার, গোপীনাথপুর বাজার এবং আখাউড়া উপজেলার মোগড়া বাজার, আমতলী বাজার, আখাউড়া সদর সড়ক বাজার, গাজির বাজার, কর্নেল বাজার, তন্তর বাজারসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে ব্যাপক প্রচারণা চালিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময় কোভিড-১৯ তথা করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারনকে তাদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে মাইকিং-এর মাধ্যমে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রচার করা হয়। পাশাপাশি প্রাণঘাতি এই ভাইরাসের উপসর্গ এবং প্রতিকার সম্পর্কিত তথ্যসমৃদ্ধ সচেতনতামূলক লিফলেট এবং সাতশত মাস্ক ও কিছু হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। হ্যান্ড সানিটাইজার দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন হাট-বাজারে আসা লোকজনদের হাত ধোয়ার ব্যবস্থা করা হয়।
সহকারী পরিচালক দেবব্রত ঘোষ প্রেসবিডি৭১.কম কে জানান, বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স আহরণে অন্যতম শীর্ষে থাকা ব্রাহ্মণবাড়িয়া জেলায় আমাদের কোন অফিস নেই। কুমিল্লা জনশক্তি অফিসের মাধ্যমে এ জেলার অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সরকারি সেবাসমূহ নিশ্চিত করা হয়। সম্প্রতি এ জেলায় অনেক মানুষ বিদেশ থেকে প্রত্যাগত হয়েছেন। তাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদের সুরক্ষার কথা বিবেচনা করে তারা সবাই যেন সরকারের নির্দেশনা যথাযথভাবে মেনে চলেন তা অবহিত করতে আমরা ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলার গ্রামগঞ্জে প্রচারণা চালঅব। আজ আমরা শুরু করেছি।
তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রচারণা চলমান থাকবে ।
প্রসঙ্গত এর আগে কুমিল্লা জেলার ১৭টি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে টানা ১৫ দিন জনসচেতনতা সৃষ্টির লক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণায় করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী ঘোষিত ৩১ দফা নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সমগ্র বাংলাদেশকে ঝুকিপূর্ণ ঘোষণাসহ নির্দেশনা এবং ধর্ম মন্ত্রণালয় কর্তৃক উপাসনা/প্রার্থনা সম্পর্কিত নির্দেশনাসমূহ প্রতিপালনের জন্য বারংবার অনুরোধ করা হয়। এছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে করোনা পরিস্থিতির কারনে অভিবাসী কর্মীদের প্রাপ্ত সুবিধাসমূহ উল্লেখ করা হয়।
জনসাধারণকে অযথা বাইরে ঘোরাঘুরি অথবা আড্ডা না দিতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বলা হচ্ছে । বলা হয়, সামাজিক দূরত্ব বজায় রাখুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন, জরুরী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না, যদি বের হতেই হয়, তবে অবশ্যই মুখে মাস্ক পরিধান করুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া কারো মধ্যে কোভিড-১৯ এর উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে অথবা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর হটলাইনে (১০৬৫৫) যোগাযোগের জন্য বলা হয়।