ক) বিদেশ গমনেচ্ছুক ব্যক্তিদেরবাধ্যতামূলক অনলাইনে ডাটা এন্ট্রি (রেজিষ্ট্রেশন) করা। এ সেবা পেতে মহা-পরিচালক জনশক্তি ব্যুরো অনুকুলে 220/-টাকার ব্যাংক ড্রাফ্ট করে নির্দেষ্টফরমে আবেদন করতে হবে।
খ) দুবাই-আবুদাবী, সিংগাপুর, বাহরাইন, কাতার এর ভিসা অনলাইনে যাচাই করা হয়।
গ) বৈধ রিক্রটিং এজেন্সী তথ্য প্রদান করা হয়।
ঘ) বিদেশে গমনেচ্ছুক ও বিদেশ ফেরত প্রতারিত ব্যক্তি অত্র দপ্তর থেকে অনলাইনে এজেন্সী বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারেন।
ঙ) বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর মৃতদেহ উক্তদেশে দাফন অথবা বাংলাদেশে আনায়নের করার প্রয়োজনীয় ব্যবস্থা করে থাকে।
চ)বিদেশে মৃত্যুবরণকারী কর্মীর বকেয়া পাওনা, মৃত্যুজনীত ক্ষতিপূরণ,ইন্স্যুরেন্স , আর্থিক অনুদান, লাশ পরিবহন ও দাফন সংক্রান্ত আর্থিকসাহায্য সংক্রান্ত সাবির্ক সাহায্য অত্র দপ্তরের মাধ্যমে করা হয়ে থাকে।উক্ত সেবা পেতে হলে নির্দিষ্ট ফরমে মৃতের ওয়ারিশ কর্তৃক অত্র দপ্তরে আবেদনকরতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস